ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আ. লীগ-স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, জুন ৯, ২০২২
আ. লীগ-স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩

বরগুনা: বরগুনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে  ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৮ জুন) বিকেলে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।

জানা গেছে, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদার ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন হাওলাদারের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদার অভিযোগ করে বলেন, আমার কর্মী-সমর্থকরা ভোট চাইতে গেলে স্বতন্ত্র প্রার্থী লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় পাঁচজন আহত হয়েছেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন হাওলাদার বলেন, বহিরাগত লোকজন নিয়ে নৌকার কর্মী-সমর্থকরা আমাদের ওপর হামলা চালিয়ে আটজনকে আহত করেছেন। এখন তারা আমার ওপর দোষ চাপানোর পাঁয়তারা করছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুন ০৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।