ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান হানিফের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুন ৭, ২০২২
বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান হানিফের

কুষ্টিয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হত্যার হুমকি প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

সোমবার (০৬ জুন) কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান তিনি।

হানিফ তার বক্তব্যে বলেন, বিএনপি যদি জাতির কাছে ক্ষমা না চায় তাহলে বিএনপিকে বাংলার জনগণ রাজপথে সমুচিত জবাব দেবে। কেউ পিঠ চুলকিয়ে ঘা করতে আসবেন না, এলে কুষ্টিয়ার মানুষ তাদের ক্ষমা করবে না।

এসময় বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ দলীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।