ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ বিএনপির মতো সন্ত্রাসী সংগঠন নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুন ৪, ২০২২
আ.লীগ বিএনপির মতো সন্ত্রাসী সংগঠন নয়

ফেনী: ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, আওয়ামী লীগ বিএনপির মতো সন্ত্রাসী সংগঠন নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠনটি দেশের আপামর জনতার মঙ্গলের কথা চিন্তা করে।

বিএনপির মতো দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে না।  আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। শেখ হাসিনা যতদিন সরকারে থাকবে দেশের মানুষ ততদিন ভালো থাকবে।  

শনিবার (০৪ জুন) বিকেলে ফেনী পৌরসভা প্রাঙ্গণে ফেনী পৌর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নিজাম উদ্দিন হাজারী বলেন, ২০২৩ সালের নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনা যাতে টানা চারবারের মতো প্রধানমন্ত্রী হতে পারেন। সেজন্য সবাইকে সর্বাত্বকভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার সরকার থাকলে দেশের মানুষ নিরাপদ থাকে, ভালো থাকে।  

সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক চৌধুরী রিয়াদ আজিজ রাজিব, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এসএইচডি/আরআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।