ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে আ. লীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুন ৪, ২০২২
বরিশালে আ. লীগের বিক্ষোভ

বরিশাল: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শ‌নিবার (০৪ জুন) বেলা ১১টার দিকে নগরের সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা এই প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন- ব‌রিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুচ।  

তারা বলেন, ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারকে যারা হত্যা করেছেন সেই খুনিরা বসে নেই। ওইদিন বেঁচে যাওয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। এখন তাকে আবারও হত্যার হুমকি দেওয়া মানে দেশকে অস্থিতিশীল করে তোলা। তবে আমরা রাজপথে আছি, এসব হুমকি রাজনৈতিক ভাবেই মোকাবিলা করবো।

এরপর বিক্ষোভ মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।