ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির খাদ্য বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুন ২, ২০২২
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির খাদ্য বিতরণ

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে পুরাণ ঢাকার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম পুরাতন ঢাকার বংশাল থানাধীন ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেন।

৩২ নং ওয়ার্ড বিএনপির আরমানী টোলায়, ৩৩ নং ওয়ার্ড বিএনপির মাহুতটুলি রওশন মহল কমিউনিটি সেন্টারে, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সিদ্দিকবাজার যুবদল কার্যালয়ে এবং ৩৫ নং ওয়ার্ড বিএনপির নর্থ সাউথ রোডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নেতাকর্মীরা প্রতিটি স্থানে দোয়া মাহফিলে অংশ নেন এবং পরে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, মহানগর বিএনপি নেতা লতিফুল্লাহ জাফরু, আরিফুর রহমান নাদিম, আরিফা সুলতানা রুমা, নাসরিন রশীদ পুতুলসহ মহানগর ও স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় পুলিশ ৩৩ ও ৩৫ নং ওয়ার্ডের কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের গ্রেফতার করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ ধরণের অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ০২, ২০২২
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।