ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

উপদেষ্টা পরিষদের সভা

ষড়যন্ত্রের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ আ. লীগে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জুন ২, ২০২২
ষড়যন্ত্রের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ আ. লীগে

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের প্রবীণ নেতারা। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দল ও সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

বুধবার (০১ জুন) সন্ধ্যায় দলের উপদেষ্টা পরিষদের সভায় এ আশঙ্কা প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাওয়া পদ্মা সেতুসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

সভায় উপস্থিত কয়েকজন নেতা জানান, উপদেষ্টা পরিষদের সদস্যরা অনেক বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তারা বলেন, সরকারের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও ষড়যন্ত্র হতে পারে। এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে অনুষ্ঠিত সভা শেষে গণভবন গেটে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র হবে। নেতাকর্মীদের গঠনমূলকভাবে সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। অনেকেই এখন রাজনীতির মাঠে লাশ চায়। তাদের সেই স্বার্থ যেন হাসিল না হয় সে বিষয়ে ছাত্রলীগসহ সব সংগঠনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধন হবে ২৫ তারিখ। আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। এছাড়াও বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আমাদের সংগঠন নিয়ে। তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ একটা শক্তিশালী রাজনৈতিক দল। কাজেই অনেক ষড়যন্ত্র হবে। দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সতর্ক থাকে। গঠনমূলক ভাবে সেই ষড়যন্ত্রের মোকাবিলা করে।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করার পরামর্শ এসেছে সভায়। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে দলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যরা। ছাত্রলীগকে মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচি করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশি-বিদেশি বিভিন্ন সংকট মোকাবিলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ এসেছে।  

বাংলাদেশ সময় ০০১১ ঘণ্টা, জুন ০২, ২০২২
এসকে/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।