ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ডিসেম্বরের মধ্যে আ.লীগের জাতীয় সম্মেলন: শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুন ১, ২০২২
ডিসেম্বরের মধ্যে আ.লীগের জাতীয় সম্মেলন: শেখ হাসিনা

ঢাকা: আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০১ জুন) গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমরা আমাদের দলের সম্মেলনও করবো। করোনার কারণে আমরা অনেক কাজই করতে পারিনি। আট বিভাগের জন্য আমরা আটটা টিম করে দিয়েছি। সমগ্র বাংলাদেশ যারা সফর করছে এবং সম্মেলনগুলো করছে।

‘এই সম্মেলনগুলো আমরা তৃণমূল থেকে করে আসছি। যাতে আমাদের সংগঠনটা শক্তিশালী হয় এবং আমাদের জাতীয় সম্মেলনও আমাদের আশা আছে আমরা হয়তো ডিসেম্বরের মধ্যে সেটা করবো। তারও প্রস্তুতি আমাদের নিতে হবে। ’

উপদেষ্টা পরিষদের সদস্যদের দলের ‘থিঙ্ক ট্যাঙ্ক’ আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনারা আমাদের উপদেষ্টা পরিষদ। আপনারাই অ্যাকচুয়ালি আমাদের থিংক ট্যাঙ্ক। আপনারা বিভিন্ন বিষয় ভিত্তিক আমাদের উপ কমিটি, আপনারা চেয়ারপারসন এখানে। আপনারা আমাদের পরামর্শ দেবেন। ’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সম্মেলন করার আগে আমাদের অনেকগুলো কাজ থাকে। আমরা গঠনতন্ত্র বিষয়ে একটা কমিটি করি, আমাদের দলীয় মেনিফেস্টো যেটা হয়, ঘোষণাপত্র তার জন্য আমরা একটা কমিটি করি। আর এর মাধ্যমেই কিন্তু আমাদের আগামী দিনের পরিকল্পনাটা অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের উন্নয়নটা কি করবো সেই পরিকল্পনার যে একটা কাঠামো সেটাও কিন্তু এখানেই আমরা করে থাকি। সেই বিষয়ে আপনাদেরও পরামর্শ চাই। আমরা আশা করি আপনারাও এই বিষয়টা দেখবেন। ’

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুন ০১, ২০২২
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।