ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

চন্দ্রগঞ্জ থানা আ.লীগের সভাপতি কাশেম, সম্পাদক ওহাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুন ১, ২০২২
চন্দ্রগঞ্জ থানা আ.লীগের সভাপতি কাশেম, সম্পাদক ওহাব আবুল কাশেম চৌধুরী (সভাপতি ) ও আব্দুল ওহাব কন্ট্রাক্টর (সাধারণ সম্পাদক) 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। ২০১৪ সালে চন্দ্রগঞ্জকে থানা ঘোষণার পর থেকে এটিই পূর্ণাঙ্গ কমিটি।

 

বুধবার (১ জুন) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় অধিবেশনে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এ সময় কেন্দ্রীয় নেতা ও জেলা উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।  

নতুন কমিটির সভাপতি হয়েছেন আবুল কাশেম চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্ট্রাক্টর।  

অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কামাল, সহ-সভাপতি ছাবির আহাম্মদ, হাফিজ উল্ল্যা, শেখ মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম রাজু, অ্যাডভোকেট সামছুল হক, মাসরু, যুগ্ম সাধারণ সস্পাদক মোশারফ পাটওয়ারী, আনোয়ার হোসেন সুজন, নিজাম উদ্দিন মিজান, সাংগঠনিক সস্পাদক আইনুল আহম্মদ তানভীর, মইনুল হোসেন সুমন, আবুল কাশেম জেহাদী, প্রচার সস্পাদক মাসুদুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সস্পাদক কাজী এমাদ উদ্দিন সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর, শিক্ষা ও মানব সস্পাদক বাদল মজুমদার বাপ্পি, তথ্য ও গবেষণা সস্পাদক নিজাম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সস্পাদক মো. মাসুম, স্বাস্থ্য বিষয়ক সস্পাদক মো. জহিরুল ইসলাম।  

কমিটি ঘোষণা সময় মাহবুব-উল আলম হানিফ বাংলানিউজকে বলেন, সর্ব সম্মতভাবে এ কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।