ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ নেতা মুকুল বোস লাইফ সাপোর্টে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মে ৩১, ২০২২
আ.লীগ নেতা মুকুল বোস লাইফ সাপোর্টে মুকুল বোস - ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও দলটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোসের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই আওয়ামী লীগ নেতাকে মঙ্গলবার (৩১ মে) লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্দ্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন ৷

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে বেশ কিছু দিন ধরে মুকুল বোস স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি কিডনিসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছেন। স্কয়ার হাসপাতালে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে ৷ তার অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্ট দেওয়া হয় ৷

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, তার কিডনির সমস্যা আছে, এছাড়া হার্টের সমস্যা ও লিভারের সমস্যায়ও ভুগছেন ৷

বাংলাদেশ সময়:  ১৭১০ ঘণ্টা, মে ৩১, ২০২২
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।