ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় বাম জোটের বিক্ষোভ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ১৭, ২০২২
খুলনায় বাম জোটের বিক্ষোভ 

খুলনা: সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীকে অপসারণ, সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ এবং গ্রাম-শহরে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোট ঘোষিত বিক্ষোভ কর্মসূচির পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে নগরীর পিকচার প্যালেস এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোট খুলনা জেলার সাবেক সমন্বয়ক মিজানুর রহমান বাবু।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি ডা. মনোজ দাশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মো. মোজাম্মেল হক খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক ডা. সমরেশ রায়, গণসংহতি আন্দোলন জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কণা।
 
সারাদেশে সয়াবিন তেল-চাল-ডাল-চিনিসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় লাগামহীন বাড়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বর্তমান সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের সরকার। রাজনীতির ছত্রছায়ায় সরকার ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে দ্রব্যমূল্য বাড়ছে। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে লুটতরাজ চলছে। দ্রব্যমূল্যের উদ্বেগজনক বাড়ায় দায় নিয়ে বাণিজ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করতে হবে।  
 
বক্তারা বলেন, দেশের আড়াই কোটি মানুষ দারিদ্রসীমার নিচে অবস্থান করছে। মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্তরাও টিসিবির পণ্য ক্রয়ের জন্য লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। রাষ্ট্র বা সরকারের দায়িত্ব জনগণের অধিকার সংরক্ষণ করা। কিন্তু সরকার তা না করে জনগণকে মহাবিপদের মুখে ঠেলে দিচ্ছে। বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের জন্য গ্রাম-শহরে রেশনিং ব্যবস্থা প্রবর্তন করতে হবে। বক্তারা অবিলম্বে দ্রব্যমূল্য লাগামহীন বাড়ার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তরা।
  
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ১৭, ২০২২
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।