ফরিদপুর: দেশের উন্নতি করতে চাইলে কৃষকদের গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষকদের স্বার্থ রক্ষায় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে শহিদুল ইসলাম বাবুল বলেন, দেশের ৬০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থ রক্ষায় অদ্যাবধি কোনো সংগঠন গড়ে ওঠেনি। ফলে প্রতিনিয়ত ফসল আবাদ করে ক্ষতিতে পড়তে হয় তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্ব বুঝেই ৩১ দফায় কৃষি ও কৃষকের বিষয়ে প্রস্তাবনা দিয়েছেন।
তালমা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. জেনারুল মিয়ায় সভাপতিত্বে কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
কৃষক সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজামান অনু, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঢাকা মহানগর উত্তর কৃষকদের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, সালথা উপজেলার বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান, ফরিদপুর জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ভিপি শহীদ, সদস্য সচিব মুরাদ হোসেন, ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, নগরকান্দা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ইয়াদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
আরআইএস