ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ময়মনসিংহে আনন্দ র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ১৭, ২০২২
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ময়মনসিংহে আনন্দ র‌্যালি

ময়মনসিংহ: বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহে
আনন্দ র‌্যালি করেছেন যুবলীগ নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

 

মঙ্গলবার (১৭ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল শহীদ মিনার চত্বর থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়ে স্টেশন রোড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুবলীগ নেতাকর্মীরা।

যুবলীগ নেতা রাফিউল আদনান প্রিয়মের নেতৃত্বে এ আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আরিফিন খান কন্টি, রাকের মিয়া, জাহিদ হোসেন সুমন, শুভ্র সাহা, মোহসিন কামাল বাবু, আতিকুর রহমানসুমন, সাব্বির আকন্দ পুলক, জাকির হোসেন, খালেদ সালাউদ্দিন সাজি, আবু রায়হান সাজি, ইমরান আহাম্মেদ, সুমন, জীবন ও মনিরুল ইসলাম মিলন।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মে ১৭, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।