ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মে ১৫, ২০২২
বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বাজিতপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক জিএস আসাদুজ্জামান রাহুল (৪২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

রোববার (১৫ মে) বেলা পৌনে ১২টার দিকে রাজধানী ঢাকার আগারগাঁও শের-ই-বাংলা নগরে অবস্থিত ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

এর আগে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।  

রোববার দুপুরে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের এপিএস মোহাম্মদ আকরামুল হক এ তথ্য জানান।  

তিনি সংসদ সদস্য মো. আফজাল হোসেনের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, আসাদুজ্জামান রাহুলের মৃত্যুতে সংসদ সদস্য মো. আফজাল হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।  

সোমবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় বাজিতপুর ঐতিহাসিক ডাকবাংলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘন্টা, ১৫ মে, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।