ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

৭ বছর পর মাগুরা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মে ১৪, ২০২২
৭ বছর পর মাগুরা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা: মাগুরা শহরের ঐতিহাসিক নোমনী ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।  

শনিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি সম্মেলনটি উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।  

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম এমপি, কেন্দ্রীয় সদস্য গ্লেরিয়া সরকার ঝর্ণা এমপি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জাম শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার ও পরভীন জামান কল্পনা এমপি।

সম্মেলনে প্রধান অতথি হিসেবে বক্তব্য রাখেবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।  

এছাড়া বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে শহরের শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ১৪, ২০২২
এফআর/এসআরএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।