ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, মে ১২, ২০২২
‘সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে’

ফরিদপুর: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আজকে শেখ হাসিনা উন্নয়নে সারা পৃথিবীর নজির স্থাপন করেছেন। আজ আমরা ৩০ হাজার কোটি টাকার পদ্মাসেতু তৈরি করেছি বাংলাদেশের টাকা দিয়ে।

এদেশের কৃষক শ্রমিকদের টাকা দিয়ে। এটিই আজকের বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী  বলেন, ফখরুল ইসলাম আলমগীর বয়ান দিয়ে যাচ্ছেন। প্রতিদিন গাইছেন বাংলাদেশে নির্বাচন করার মতো পরিবেশ নেই। ওনারা কোনোদিন পরিবেশ পাবেনও না।

আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচন কমিশন রয়েছে। সংবিধান অনুযায়ী এবং সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন হয়; ওই জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।  

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, মে ১২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।