ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

হাত-পায়ের রগ কেটে দৌলতপুর যুবজোট সম্পাদককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ১২, ২০২২
হাত-পায়ের রগ কেটে দৌলতপুর যুবজোট সম্পাদককে হত্যা

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে (৪০) হাত-পায়ের রগ কেটে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ মে) দিনগত রাত দেড়টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


নিহত মাহবুব দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি জাসদ যুবজোটের দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান জানান, রাত ১১টার দিকে ভ্যানে করে আল্লার দর্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন মাহবুব। এসময় আল্লার দর্গা বাজারে আগে থেকে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ১২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।