ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সিপিবি মাকর্সবাদীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মে ১১, ২০২২
বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সিপিবি মাকর্সবাদীর ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতার অভিযোগ তুলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)।

বুধবার (১১ মে) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

 

সিপিবি মার্কসবাদীর সভাপতি ডা. এম. এ সামাদ বলেন, আমরা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর দ্রুত পদত্যাগ চাই। সরকার নিজেই সিন্ডিকেট ব্যবসায়ী ও লুটপাটকারীদের কাছে আত্মসমর্পন করেছে। ভোজ্যতেলের মূল্য অযাচিতভাবে ৩৮ টাকা সরকার বাড়িয়েছে; তা প্রত্যাহার করতে হবে। অবিলম্বে সব পণ্যের মূল্য কমানো ও সার্বজনীন রেশনিং পদ্ধতি চালু করতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিপিবি মার্কসবাদীর সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ, মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি তালিবুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা সামছুল হক।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মে ১১, ২০২২
এনবি/এমজে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।