ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মুজিবনগরে উপজেলা আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মে ৯, ২০২২
মুজিবনগরে উপজেলা আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের শুরুতে সমাবেশের সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে দু’পক্ষের ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
 
সংঘর্ষ চলাকালীন সময়ে মুজিবনগর থানা পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৯ মে) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দু’পক্ষের সমর্থকরা সমাবেশের চেয়ার ভাঙাসহ হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ফেস্টুনে ব্যবহৃত কাঠের লাঠি খুলে সংঘর্ষে লিপ্ত হয়।
 
উপজেলা সভাপতি পদ প্রার্থী ও উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়ুব হোসেনের কর্মীদের মধ্যে সমাবেশে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। পরে সম্মেলনস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর কমপ্লেক্সের পর্যটন মোটেল চত্বরে আট বছর পর মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সন্মেলন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।  

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হক।  

উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসপিসহ কেন্দ্রীয় নেতারা।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।