ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশে এখন অস্থিতিশীল পরিবেশ তৈরি করা উচিত না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মে ৭, ২০২২
‘দেশে এখন অস্থিতিশীল পরিবেশ তৈরি করা উচিত না’

জামালপুর: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, এই মুহূর্তে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা উচিত নয়।

শনিবার (৭ মে) দুপুরের দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যা কল্পনা করতেও পারি না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি বাস্তবায়ন করেন।

জামালপুর-১ আসনের এমপি ও পরিকল্পনা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এম এ মান্নান আরও বলেন, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু দেশের উন্নয়নের স্বার্থে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

কিছু উন্নয়নের চিত্র তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা পদ্মা সেতু নির্মাণ করছি, আগামী মাসেই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করবে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আমরা ট্যানেল নির্মাণ করেছি যা বাংলাদেশের ইতিহাসে যুগান্তরী পদক্ষেপ। আমরা যমুনা নদীর উপর আরও সেতু নির্মাণের পরিকল্পনা করেছি, অদূর ভবিষ্যতে জামালপুরে ব্রিজ হবে।

শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, উপজেলা চেয়ারম্যার সোলায়মান হক সোলাই, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুনন্নাহার শেফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।