ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কেসিসি মেয়র হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মে ৭, ২০২২
কেসিসি মেয়র হাসপাতালে ভর্তি

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ।

শনিবার (৭ মে) বেলা ১১টায় মহানগরের শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে তাকে।

মেয়রের স্ত্রী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, ইউরিন ইনফেকশন বেড়ে যাওয়ায় ডায়াবেটিস বেড়ে গেছে। সকাল পর্যন্ত ডায়াবেটিস বেশি ছিল। সঙ্গে ১০৬ ডিগ্রি জ্বর ছিল। হাসপাতালে আনার পথে গাড়িতে ওঠানোর পর খিচুনী দিলে ভয় বেড়ে যায়। ডাক্তারের কাছে চেকাপে যাবে বলে সকাল থেকে ইনসুলিন নেয়নি, কোন কিছু খায়ওনি। হাসপাতালে ভর্তির পর জ্বর ও ডায়াবেটিস কমে আসছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। বর্তমান অবস্থা আইসিইউতে রাখার মতো না হলেও জনগণকে ঠেকানোর জন্য সেখানে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ৭, ২০২২
এমআরএম/এমএমকেজড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।