ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নাজিরপুরে ২ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ৫, ২০২২
নাজিরপুরে ২ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে উপজেলার মালিখালী ও শাঁখারীকাঠী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  

বুধবার (৫ মে) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দুই ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নাজিরপুর উপজেলা ছাত্রলীগ।

 

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস, জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. আল-আমিনসহ অন্য তিন যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এতে উপজেলার ২ নম্বর মালিখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বিবাহিত এবং ৫ নম্বর শাঁখারীকাঠী ইউনিয়নসহ উভয় ইউনিয়নে সংগঠনের কার্যক্রম নিস্ক্রিয় ও মেয়াদোত্তীর্ণ   হওয়ায় তাদের কমিটি বিলুপ্ত করা হয় বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে নতুন কমিটিতে  সভাপতি/সম্পাদকের পদ প্রত্যাশীদের আগামী ১০ দিনের মধ্যে সংগঠনের উপজেলা আহ্বায়ক/জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়কের কাছে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

সংগঠনের উপজেলা কমিটির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল-আমিন জানান, সংগঠনের ওই দুই ইউনিয়নের সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে সংগঠনের
নিয়ম-নীতি বর্হিভূত বিভিন্ন অভিযোগ ও তাদের কার্যক্রম নিস্ক্রিয় থাকায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।