ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

আশুলিয়ায় ছাত্রলীগের ইউনিয়ন কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মে ৫, ২০২২
আশুলিয়ায় ছাত্রলীগের ইউনিয়ন কমিটি বিলুপ্ত

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় সংগঠনকে গতিশীল করতে ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় আশুলিয়া ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) সকালে আশুলিয়া থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ আশুলিয়া থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় আশুলিয়া থানা ছাত্রলীগের অন্তর্গত আশুলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এ বিষয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত পাপ্পু বাংলানিউজকে বলেন, এ কমিটির মেয়াদ ছিল না। এছাড়া কমিটির নেতাদের নাম কিছু অভিযোগও ছিল। তাই এ সিদ্ধান্ত আমরা সবাই মিলে নিয়েছি। আর পরে নতুন কমিটি দিয়ে সংগঠনকে গতিশীল করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ০৫, ২০২১
এসএফ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।