ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মিরপুরে বিএনপি নেতা সাজুর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ২, ২০২২
মিরপুরে বিএনপি নেতা সাজুর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

ঢাকা: একাদশ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুস সালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজুর পক্ষ থেকে গুম, খুনের শিকার ও মৃত বিএনপি নেতাকর্মীদের পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার (১ মে) দিনভর রাজধানীর মিরপুরের বিভিন্ন থানা এলাকায় এসব বিতরণ করা হয়।

মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে এম ইয়াহিয়া সামী জানান, দারুস সালাম থানার ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মৃত মো. আলী (খুনের শিকার), ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মৃত মো. আবু হাসান, দারুস সালাম থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মৃত মো. মফিজুল হক, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মৃত মো. লিটন খান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মৃত মো. রিপন খান, দারুস সালাম থানার সাবেক শ্রমিক নেতা মো. ওয়াদুদ মিয়া (ক্রসফায়ারে নিহত), ১০ নম্বর ওয়ার্ড বিএনপিকর্মী (গুলিবিদ্ধ) মো. হাবিবের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- ১০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. সেলিম ইকবাল, যুগ্ম আহ্বায়ক মীর আবু বক্কর সিদ্দীক মাকসুদ, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন রতন, দারুস সালাম থানা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুর নবি খালেদ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলমগীর হোসেন ভুট্টো, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সোহেল খান প্রমুখ।

৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মরহুম মো. রুবেল হোসেনের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক দারুস সালাম থানার যুবনেতা মো. সোহেল রহমান, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আকাশ আহম্মেদ বাবু, ৯ নম্বর ওয়ার্ড যুবনেতা জাকির হোসেন, ইশতিয়াক, দারুস সালাম থানা ছাত্রদলের মো. রানা ও রুম্মন আহমেদ।

শাহআলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মৃত মো. জাহিদ শিকদার ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসারের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- শাহআলী থানা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান দেওয়ান, সাবেক দপ্তর সম্পাদক মো. মাসুদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ মো. জসীম ও ৮ নম্বর ওয়ার্ড যুবনেতা আবদুল্লাহ।

মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মৃত ডা. মো. সাগীর আহম্মেদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে এম ইয়াহিয়া সামী ও ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো. সোহাগ।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মে ০২, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।