ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
গোপালগঞ্জে ছাত্রলীগের মহাসড়ক অবরোধ রাস্তা অবরোধ করেন নেতাকর্মীরা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।


 
প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সড়কের উভয় পাশে ঈদে ঘরমুখো মানুষের বেশ কিছু যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে প‌ড়তে হয় যাত্রীদের।

অবরোধ চলাকালে বিক্ষোভ সমাবেশে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, শেখ তোফায়েল আহম্মেদ, রামদিয়া এসকে কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসানসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা এ হামলার বিচার দাবি করেন।  

পরে পুলিশ এসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেয়।

গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম গোপালগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা শেষে বাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নতুন বিসিক এলাকায় সন্ত্রাসীরা তাকে বাইক থেকে নামিয়ে মারধর করে।  
 
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।