ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বাকৃবি ছাত্রলীগের সভাপতি রিয়াদ, সম্পাদক মেহেদী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
বাকৃবি ছাত্রলীগের সভাপতি রিয়াদ, সম্পাদক মেহেদী সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।  

ময়মনসিংহ: এক বছরের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা হয়েছে।  

নতুন এই কমিটিতে সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. মেহেদী হাসান।

 

শুক্রবার (২৯ এপ্রিল) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।  

নবগঠিত কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি ইমরান সিদ্দিকী প্রান্ত, দেলোয়ার হোসেন, তরিকুল ইসলাম খান লিমন, আবু রায়হান মিথুন, হুমায়ুন আহমেদ শোভন, তাজরিন আক্তার কথা, যুগ্ম-সাধারণ সম্পাদক সামিউল হায়দার মিফতা, ইশরাত জাহান রিজা, সজীব চন্দ্র সরকার, তানজিনা শিকদার প্রিয়া, সাংগঠনিক সম্পাদক নিলয় মজুমদার, দিপক হালদার, শেখ রুমি মেহেদি জয়, তমাল আহমেদ আনন্দ, মো. মুশফিকুর রহমান, আসাদুজ্জামান পিয়াল।

এছাড়াও রাশেদ খান মিলনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।  

জানা যায়, গত বছরের ২০ ডিসেম্বর বাকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর নতুন কমিটি ঘোষণা করা লক্ষ্যে এ বছরের ১৪ জানুয়ারি পদপ্রত্যাশী ৭২ জন নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।