ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ধনী-গরিবের বৈষম্য কমানোর আহ্বান সেলিম ওসমানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
ধনী-গরিবের বৈষম্য কমানোর আহ্বান সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেছেন, ‘আমরা পরের সমালোচনা করব না। আমরা আত্মসমালোচনা করব।

আপনারা সবাই একটা দোয়া করবেন, ঈমানের সঙ্গে যেন মৃত্যু হয়। আমরা দেখছি বাংলাদেশের মানুষ ৭০০ টাকা কেজি গরুর মাংস খায়, ৪০০ টাকা দিয়ে মুরগি কিনে খায়। আবার কেউ কেউ না খেয়ে থাকে। এই যে ধনী-গরিবের একটা বৈষম্য বা ভেদাভেদ রয়ে গেছে এটা কমাতে হবে। ’

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সেলিম ওসমান বলেন, ‘আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমাদের নারায়ণগঞ্জে উন্নয়নের রাজনীতি হোক। মিথ্যা কথা বলে রাজনীতি করা উচিত নয়। এখন সবাই মিলে কাজ করাটা জরুরি। আমাদের নারায়ণগঞ্জকে এগিয়ে নিতে হবে এটাই সবচেয়ে বড় কথা। ’

তিনি বলেন, ‘আজকে ভবন নির্মাণ করা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের একত্রিত করা বলেন- সবাই সবাইকে সহায়তা করেছে। আপনারা সবাই মিলে কাজ করবেন। আমি যদি কারও মধ্যে খারাপ কিছু পাই ছাড় দিব না। আমার অনুরোধ, আসুন পরের সমালোচনা না করে আত্মসমালোচনা করি। যত বড় সমস্যাই হোক, এক টেবিলে বসে সমাধান করি। ’

তিনি আরও বলেন, ‘আজকে অনেক কথা ওঠে কে বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কে ছিলেন না। বীর মুক্তিযোদ্ধার সমালোচনা করা থেকে বড় অন্যায় কিছু হতে পারে না। আমরা বঙ্গবন্ধুর নির্দেশে জীবনের মায়া ছেড়ে হাতে অস্ত্র-লাঠি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তখন কোথায় ছিলেন আপনারা? ইতিহাস কিন্তু কখনও চাপা দিয়ে রাখা যায় না। ’

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এমআরপি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।