ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

ঢাকা: রাজধানীর নিউমার্কেটে দোকান কর্মচারী ও ঢাকা কলেজ ছাত্রদের সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট থানা বিএনপি'র সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বিএনপি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল দশটায় এই সমাবেশ শুরু হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশে সকাল ৯ টার পরই রাজধানীর বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন।

মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ইতোমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির  যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু, যুবদলের  সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবীউল্লাহ নবী, যুগ্ম-আহ্বায়ক ইউনুস মৃধা, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান, ইকবাল হোসেন শ্যামল জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ সহস্রাধিক নেতাকর্মী।

 বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, এপ্রিল, ২৬, ২০২২
এমএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।