ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের সাবেক সভাপতি-সম্পাদককে বিএনপিতে পদায়ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
ছাত্রদলের সাবেক সভাপতি-সম্পাদককে বিএনপিতে পদায়ন খোকন (কালো জামা) ও ইকবাল

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ছাত্রদলের এ দুই নেতা। আড়াই বছর পর গত ১৭ এপ্রিল ছাত্রদলের ওই কমিটি ভেঙে দিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন বিএনপি মহাসচিব।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা,  এপ্রিল ২৫, ২০২২
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।