ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বকশীগঞ্জে ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
বকশীগঞ্জে ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল শুভ সরকার

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য শুভ সরকারের সঙ্গে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ডিজে বকশীগঞ্জ’ নামে এক আইডি থেকে শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে শুভর আপত্তিকর ভিডিও আপলোড করা হয়।

এছাড়া বেশ কিছু ছবিও পোস্ট করা হয়।  

হিন্দু পরিবারের শুভ সরকারের সঙ্গে মুসলিম পরিবারের এক গৃহবধূর আপত্তিকর ভিডিওটি বকশীগঞ্জে ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়েছে।

এ কর্মকাণ্ডে শুভর নামে মামলা করার হবে বলে জানান ভুক্তভোগী গৃহবধূর বাবা।

এদিকে ভিডিওটি আপলোডের পর থেকেই শুভ সরকার গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বকশীগঞ্জবাসী।

শুভ সরকার বকশীগঞ্জ উত্তর বাজার কালিপদ সরকারের ছেলে। তিনি বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্য। এর আগের কমিটিতে তিনি উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, নবগঠিত কমিটিতে তার কাঙ্খিত পদ না পাওয়া পদত্যাগও করেন। তবে তার পদত্যাগপত্র জামালপুর জেলা ছাত্রলীগ গ্রহণ করেছে কিনা জানা যায়নি।

অন্যদিকে, শুভর অসামাজিক কর্মকাণ্ডের দায়-দায়িত্ব বকশীগঞ্জ ছাত্রলীগ নেবে না জানিয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া।

তিনি বলেন, অসামাজিক কার্মকাণ্ডের দায় ব্যক্তির, কোনো সংগঠনের নয়।

এ বিষয়ে জামালপুর পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহাম্মেদ বাংলানিউজকে বলেন, সংক্ষুব্ধ পক্ষ মামলা করলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।