ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হাতীবান্ধা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
হাতীবান্ধা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।

এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে উপজেলার মেডিক্যাল মোড়ে বৈশাখী হোটেল থেকে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।  

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা বিএনপির দলীয় কোন্দলের জের ধরে বুধবার (২০ এপ্রিল) রাতে মেডিক্যাল মোড়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাসানুল আলম খান জুয়েলের ওপর হামলার ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন জুয়েল। সেই মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানকে বৃহস্পতিবার রাতে শহরের বৈশাখী হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।