ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

শুক্রবার (২২এপ্রিল) বেলা এগারোটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন শুরু হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিশিষ্ট শ্রমিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মানববন্ধনে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন, শ্রমিক নেতা আনোয়ার হোসেইন, মনজুরুল ইসলাম মনজু, হুমায়ুন কবির, আবুল খায়ের খাজা, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান, সবুজ ও ওলামা দল নেতা মাওলানা রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে মানুষ যখন দিশেহারা তখন সুমন ভূইয়াসহ শ্রমিক নেতারা এর প্রতিবাদ জানাতে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পুলিশ সুমন ভূইয়াকে গ্রেফতার করেছে। আমরা ঈদের আগে খালেদা জিয়া, সুমন ভূইয়াসহ সকল রাজবন্দির মুক্তি চাই। অবিলম্বে তাদেরকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেবে শ্রমিক দল।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ২২,২০২২
এমএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।