ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: আমু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: আমু 

ঝালকাঠি: ‘সরকার যেভাবে দেশের উন্নয়ন করছে তা দেখে একটি মহল সহ্য করতে পারছে না। তাই তারা আবোল তাবোল বলছে।

আমাদের সরকারের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। ’

ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আওয়ামী লীগ আয়োজিত ইফতার অনুষ্ঠান দলটির ঝালকাঠি জেলা শাখার সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম সভাপতিত্ব করেন।

ইফতার পূর্ব আলোচনা সভায় আলোচক ছিলেন দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির।

জেলা আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠানে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা সব ইউনিয়ন এবং দুটি পৌরসভার সব ওয়ার্ড থেকে চার হাজার দলীয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।