ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

যুবদলের অনুষ্ঠানে ইফতার বণ্টন নিয়ে মারামারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
যুবদলের অনুষ্ঠানে ইফতার বণ্টন নিয়ে মারামারি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের খানপুর চৌরঙ্গী পার্কে মহানগর যুবদলের অনুষ্ঠানে ইফতার বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ মিনিট ধরে চলে এ মারধর। পরে সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সংশ্লিষ্টরা জানান, ইফতার মাহফিলে কেন্দ্রীয় অতিথিদের পৌঁছাতে দেরি হয়। অন্যদিকে ইফতারের সময় ঘনিয়ে আসায় তারা দ্রুত মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন। এর মধ্যেই শুরু হয় আজান। সময়স্বল্পতার কারণে নেতাকর্মীদের সবার হাতে ইফতার তুলে দিতে পারেনি স্বেচ্ছাসেবকরা। এ সময় সবাই ইফতার বিতরণের স্থানে ভিড় করলে দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে মারধর শুরু করে। প্রায় ১০ মিনিট পর সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে আয়োজকদের একজন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে। বড় অনুষ্ঠানে এমন বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, তবে আমরা দ্রুত সামলে নিয়েছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দীন টুকু উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন নান্নু, মজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, সহ সাধারণ সম্পাদক শাহ্ আলম চৌধুরী, মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ওমর তাহের বাবু ও মহসীন হোসেন বিদ্যুৎ।

আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এমআরপি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।