ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ

পাবনা: দীর্ঘদিন পরে আবারো পাবনায় জাতীয়তাবাদী দল (বিএনপির) নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিযে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলার দায়িত্বপ্রাপ্ত ৫ সদস্যের আহ্বায়ক কমিটির নেতাদের স্থানীয় গণমাধ্যকর্মী ও দলীয় কর্মীদের সামনে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক ও বর্তমান নবগঠিত কমিটির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব জেলা আইনজীবী সমিতির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ।  

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমান কমিটির যুগ্ন-আহ্বায়ক আব্দুস ছামাদ খান মন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ন-আহ্বায়ক আনিসুল হক বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি কেন্দ্রীয় নেতা আবু বর্তমানে নবগঠিত কমিটির ওবায়দা শেখ তুহিন।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দুকুর রহমান সিদ্দিক, সাবেক জেলা বিএনপির নেতা কে.এম আনোয়ারুল ইসলাম, জহুরুল ইসলাম বাবু, অ্যাডভোকেট মির্জা আজিজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।