ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাইফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাইফ

শরীয়তপুর: কাউন্সিলের মাধ্যমে সাইফ রুদাদকে সভাপতি, বিকাশ মণ্ডলকে সাধারণ সম্পাদক ও পারভেজ সাইমকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা সংসদের কমিটি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে নবনির্বাচিত সভাপতি সাইফ রুদাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বুধবার শরীয়তপুর শহীদ মিনারে কাউন্সিলের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণে সম্পাদক দীপক শীল।

১৫ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মুমিনুল ইসলাম রায়হান, সহকারী সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, কোষাধ্যক্ষ জি কে সাজ্জাদ, দপ্তর সম্পাদক প্রীতম কুমার রায়, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বাঁধন হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক ঊর্মি রাণী দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক বরকত উল্লাহ জয়, সাংস্কৃতিক সম্পাদক সুপন শীল, ক্রীড়া সম্পাদক তপন বাড়ৈ এবং সদস্য অর্ক ভাওয়াল। এছাড়াও দুইজন সদস্য পরে কাজের ভিত্তিতে কো-অপ্ট করে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।