ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ভোটের আগে আ. লীগের প্রার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
ভোটের আগে আ. লীগের প্রার্থীর মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটের আগেই হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তফা-ই-কাদের।  

রোববার (২৪ অক্টোবর) দুপুরে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মো. মোস্তফা-ই-কাদের নেত্রকোনা সদর উপজেলার ১২ নম্বর মদনপুর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী। তিনি এ ইউপির সাবেক চেয়ারম্যান।

নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর এ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।