ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

শ্রীপুরে ইউপি চেয়ারম্যানের নামে অপপ্রচারের প্রতিবাদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
শ্রীপুরে ইউপি চেয়ারম্যানের নামে অপপ্রচারের প্রতিবাদ  প্রতিবাদ সভা

শ্রীপুর (গাজীপুর): ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নের জের ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউপি চেয়ারম্যানের নামে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই ইউনিয়নের চকপাড়া মেডিক্যাল মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।


 
মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেড আই জালালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ২ নম্বর ইউপি সদস্য আমিনুল ইসলাম, ৩ নম্বর ইউপি সদস্য শহিদুল ইসলাম সরকার, ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মতিউর রহমান, ৯ নম্বর ওয়ার্ড মেম্বার রুসমত আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, মাওনা ইউনিয়ন যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ মড়ল, কাজিমউদ্দিন আহমেদ, আবু সায়েম প্রমুখ।

মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বলেন, আমি বিগত নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে জয়লাভ করে দায়িত্বপালন করছি। সম্প্রতি বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতের অনুসারীরা এ অপপ্রচার চালাচ্ছেন। কিন্তু, আমাকে কোনোভাবে হেয় করতে না পেরে আসন্ন নির্বাচনে তারা আমার দলীয় মনোনয়ন প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি করতে অপপ্রচারের পথ বেছে নিয়েছেন।  

এ বিষয়ে মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধ জেড আই জালাল বলেন, বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে তিনি জয়লাভ করে বর্তমানে এলাকায় খুবই জনপ্রিয়। অথচ তাকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। চালানো হচ্ছে অপপ্রচার। এমন নেক্কারজনক ঘটনার প্রতিবাদে শনিবার এলাকাবাসী সভা করেছেন।

বাংলাদেশ সময় ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।