ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে বিএনপি নেতা হাসান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
না.গঞ্জে বিএনপি নেতা হাসান গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের আন্দোলনে উস্কানি, সহিংসতা ও সাম্প্রতিক সাম্প্রদায়িক নানা ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা হাসান আহমেদকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা  (ডিবি) শাখা।

শনিবার (২৩ অক্টোবর) জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম এ তথ্য জানিয়েছেন।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, হাসান আহমেদকে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এসপি জায়েদুল আলম জানান, হেফাজত কাণ্ড থেকে শুরু করে সাম্প্রদায়িক উস্কানির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।