ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

মনোনয়ন বাণিজ্য, তৃণমূলের আক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
মনোনয়ন বাণিজ্য, তৃণমূলের আক্ষেপ

নড়াইল: ‘নড়াইলের প্রতিটি ইউনিয়নের প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের দলীয় মনোনয়ন না দিয়ে অর্থের বিনিময়ে বিএনপি-জামায়াতের লোকদের নৌকা মনোনয়ন দেওয়া হয়েছে এবং কালিয়াতেও প্রকৃত আওয়ামী লীগের লোকদের বাদ রেখে অর্থের বিনিময়ে দলীয় মনোনয়ন দেওয়ার চেষ্টা চলছে’।

রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টায় কালিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোল্যা এমদাদুল ইসলাম, কালিয়া পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক টুলু, কালিয়া পৌরসভার সাবেক মেয়র একরামুল হক টুকু, সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখ, কালিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আশিষ কুমার ভট্টাচার্য্যসহ দলীয় নেতারা।

সংবাদ সম্মেলনে কবিরুল হক মুক্তি নড়াইলের কালিয়া উপজেলার ১২ ইউনিয়নে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে নয় উন্মুক্তভাবে করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান।

এর আগে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু কালিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তির নেতৃত্বে হামলা ও ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।