ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ প্রার্থীর নামে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
আ.লীগ প্রার্থীর নামে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক প্রার্থীর নামে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

আচরণ বিধি লঙ্ঘনের জন্য ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. লিটন মিয়া লিখিতভাবে এ নোটিশ দেন।

রিটার্নিং অফিসার মো. লিটন মিয়া বলেন, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলু শনিবার সকাল সাড়ে ১০টায় মিছিল নিয়ে নগরকান্দা উপজেলা পরিষদে প্রবেশ করায় ইউপি নির্বাচন আচরণ বিধিমালার ১১ নম্বর বিধি লঙ্ঘণ করা হয়েছে।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিছিলের যথাযথ কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। যদি ব্যাখ্যা সন্তোষজনক না হয়, তাহলে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ৩১ নম্বর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন,  এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।