ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
বাগেরহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বাগেরহাট: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পরে বাগেরহাট শহরের সম্মিলনী মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সাবেক সহ-সভাপতি আব্দুল হাই, বিএনপি নেতা হাদিউজ্জামান হীরু, শেখ সাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, জেলা কৃষকদল নেতা আসাফুদ্দৌলা জুয়েল, তহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভুঁইয়া,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপসহ বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এসময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিদ্দিকুর রহমান।

দোয়া শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান দিপু বলেন, ‘বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেঅন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এমনকি তাকে উপযুক্ত চিকিৎসাও দিচ্ছে না সরকার। এই অবিচার বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তাই তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। ’ 
 
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।