ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ঈদে মিলাদুন্নবীতে (সা.) দোয়া মাহফিল করবে জাতীয় পার্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
ঈদে মিলাদুন্নবীতে (সা.) দোয়া মাহফিল করবে জাতীয় পার্টি

ঢাকা: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করবে জাতীয় পার্টি।  

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

শুক্রবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পাটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ সর্বস্তরের নেতাকর্মীরা ঈদে মিলাদুন্নবীর (সা.) আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।  

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এসএমএকে/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।