ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সম্প্রীতির বাংলাদেশে অশুভ শক্তির ঠাঁই নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
সম্প্রীতির বাংলাদেশে অশুভ শক্তির ঠাঁই নেই আমির হোসেন আমু

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে হবে। সম্প্রীতির বাংলাদেশে কোনো অশুভ শক্তির ঠাঁই নেই।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় কুমিল্লার ঘটনায় নিন্দা জানিয়ে আমু বলেন, একটি চিহ্নিত মহল হীন রাজনৈতিক উদ্দেশে কুমিল্লার নানুয়া দীঘির ঘটনা ঘটিয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশ ও মানুষের কল্যাণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, সেই অপশক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধ পরিকর।

তিনি বলেন, কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক অশুভ শক্তির ঠাঁই হবে না সম্প্রীতির এ বাংলাদেশে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।