ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগের মনোনয়ন না পেয়ে ঘরের ছেলে ঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
আ.লীগের মনোনয়ন না পেয়ে ঘরের ছেলে ঘরে আওয়ামী লীগ থেকে জাসদে যোগদান। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: দ্বিতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি ক্ষোভে পদত্যাগ করেন মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।  

২০১৬ সালে জাসদ থেকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন তিনি।

এবার আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় আবারও জাসদের ফিরে এলেন তিনি।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে মালিহাদ ইউনিয়ন জাসদের কর্মী সভায় উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী তাকে ফুলেল মালা দিয়ে পুনরায় জাসদে যোগদান করান। সেইসঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাসদের পক্ষ থেকে তাকে মশাল প্রতীকের জন্য ঘোষণা করা হয়।

কর্মী সভায় উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী বলেন, আব্দুল হামিদ জাসদের নেতা ছিলেন। আবারও তিনি জাসদের রাজনীতিতে ফিরে এসেছেন। এতে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসলো।

এর আগে গত রোববার (১০ অক্টোবর) সকালে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর লিখিত একটি আবেদনের মাধ্যমে পারিবারিক ও ব্যক্তিগত কারণে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে চাই না উল্লেখ করে পদত্যাগ করেন আব্দুল হামিদ।

আব্দুল হামিদ বলেন, মালিহাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আমি জাসদের মশাল প্রতীকে নির্বাচন করবো। ইনশাআল্লাহ আমি জয়ী হবো।

জানা যায়, দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন।

** নৌকার মনোনয়ন না পেয়ে পদ ছাড়লেন আ.লীগ নেতা

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।