ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

৫২ পাউন্ড কেক কেটে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
৫২ পাউন্ড কেক কেটে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী  ৫২ পাউন্ডের কেক টাকা হচ্ছে। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটে ৫২ পাউন্ড ওজনের কেক কেটে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নেতাকর্মীরা।  

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে বাগেরহাট শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক লীগের নেতাকর্মীরা এই কেক কাটা এবং নেতাকর্মীদের মাঝে মিস্টি বিতরণ করে।

 

এর আগে একই স্থানে বাগেরহাট জেলা শ্রমিক লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

জাতীয় শ্রমিক লীগ, বাগেরহাট জেলা শাখার সভাপতি খান রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুঁইয়া হেমায়েত উদ্দিন।  

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ফরিদ উদ্দিন, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনি মল্লিক, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম খোকন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সহকারী এইচ এম শাহিন, বাগেরহাট জেলা ছাত্র লীগের সভাপতি মনিরুজ্জামান, কচুয়া উপজেলা শ্রমীক লীগের সভাপতি খান শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি প্রমুখ।

আলোচনা সভা শেষে রেলরোড থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসব অনুষ্ঠানে জেলা শ্রমিক লীগ, বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।