ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

সিলেট: অবশেষে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র।
 
মঙ্গলবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কমিটির অনুমোদন দেন।


 
সিলেট জেলা ছাত্রলীগে সভাপতি পদে নাজমুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে রাহেল সিরাজকে।
 
মহানগর ছাত্রলীগের সভাপতি করা হয়েছে কিশওয়ার জাহান সৌরভকে এবং মো. নাঈম আহমদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
 
কেন্দ্রীয় ছাত্রলীগ জানায়, আগামী সাত দিনের মধ্যে জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হবে। এছাড়া ঘোষিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
 
নানা বিতর্কিত কর্মকাণ্ডে এবং বিস্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে দেওয়া সর্বশেষ জেলা ছাত্রলীগের কমিটি ২০১৭ সালের অক্টোবরে বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
 
একইভাবে ২০১৫ সালে গঠিত মহানগর ছাত্রলীগের কমিটি নানা অভিযোগের কারণে ২০১৮ সালের অক্টোবরে বিলুপ্ত করা হয়।
 
এদিকে নতুনভাবে ছাত্রলীগের কমিটি দেওয়ার নিয়ে টানাপড়েনে প্রায় ৪ বছর পর হলে অতিক্রান্ত হতে চললেও অবশেষে মঙ্গলবার কমিটি ঘোষণা করা হয়।    
 
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।