ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীরা আওয়ামী লীগের লোগো

ঢাকা: সিলেট বিভাগ, রাজশাহী বিভাগের ১টি এবং ঢাকা বিভাগের ৮ জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নিজেদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

রোববার (১০ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের সিলেট বিভাগ, রাজশাহী বিভাগের ১টি এবং ঢাকা বিভাগের ৮ জেলার  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নামের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। বৃহস্পতিবার একটি সংসদীয় আসনের উপনির্বাচন, ১০টি পৌরসভা এবং পুরো রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়।

এরপর থেকে শুক্রবার, শনিবার এবং সর্বশেষ রোববার বিকেলে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা বসে। সোমবার বিকেলে আবারও বসবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা।

পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এমইউএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।