ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গুম-খুন হওয়া ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিলেন আমিনুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
গুম-খুন হওয়া ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিলেন আমিনুল

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে মিরপুরে বিএনপির গুম-খুন হওয়া নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে মিরপুর পল্লবী-রূপনগর এলাকায় বিভিন্ন সময়ে বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে গুম-খুন হওয়া ব্যক্তিদের বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন তিনি।

এ সময় প্রতিটি পরিবারের হাতে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেন আমিনুল হক। ঈদুল আজহা উপলক্ষে উপহার সামগ্রী পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এর আগে গত ঈদুল ফিতরেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন আমিনুল হক।

আমিনুল হক জানান, বর্তমান সরকারের আমলে বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ব্যক্তিগত উদ্যোগে পল্লবী ও রূপনগর এলাকায় স্বজনহারা পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। এই চেষ্টা সবসময় অব্যাহত থাকবে।

এ সময় আমিনুল হকের সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।