ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দল নেতা মোফাজ্জল হোসেনকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
স্বেচ্ছাসেবক দল নেতা মোফাজ্জল হোসেনকে অব্যাহতি

ঢাকা: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন নিটলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।



বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংগঠন ও সিনিয়র নেতাদের নামে অপপ্রচার করে আসছেন মোফাজ্জল হোসেন। এছাড়াও সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি নিষ্ক্রিয়। তার এহেন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বিধায় তাকে সংগঠনের সহ-সাধারণ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল নির্দেশক্রমে বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।