ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

পটিয়ায় যুবলীগ নেতার উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
পটিয়ায় যুবলীগ নেতার উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ  পটিয়ায় যুবলীগ নেতার উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ 

চট্টগ্রাম: পটিয়ায় দুস্থদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

শনিবার (১০ জুলাই) পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে এ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আকবর সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইউনুস মেম্বার।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ও ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, পটিয়া উপজেলা মৎস্যজীবীলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, পটিয়া উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম এবং পটিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
এমএম/টিসি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।